সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আইন কারো উর্ধ্বে নয়। পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদ যেই হোক না কেন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেই।
শনিবার (১৯ মে) দুপুরে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন এ কথা বলেন।
তিনি বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দাস এবং সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পালসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরজেড/