প্রমাণ হলে বদির বেয়াই যেমন ছাড় পাননি তেমনি বদিও পাবেন না: কাদের

মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘উখিয়া-টেকনাফ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে যদি অপরাধ বা অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বেয়াই আকতার কামাল যেমন ছাড় পাননি তেমনি বদিও ছাড় পাবেননা।’

শনিবার (২৬ মে) দুপুরে সাভারের নবীনগর বাইপাইল এলাকায় মহাসড়কের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিন একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,  ‘মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগ বা বিএনপি যে দলেরই হোক না কেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানকে জনগণ স্বাগত জানিয়েছে। শুধুমাত্র যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য হাসিল করতে চায় তারাই এর বিরোধীতা করছে। বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।’

আরজেড/