প্রযুক্তিতে দক্ষ হবে এক কোটি নারী

দেশের এক কোটি নারী মাত্র সাত মাসের মধ্যে প্রযুক্তিতে দক্ষ হতে যাচ্ছে। আর নারীদের প্রযুক্তিতে দক্ষ করতে কাজ করছে মাইক্রোসফট ও ইয়াং বাংলা’।

আন্তর্জাতিক নারী দিবসে ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ শিরোনামে এই উদ্যোগ শুরু করা হয়েছে।

‘তরুণ ডিজিটাল প্লাটফর্মের’ ব্যানারে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। প্লাটফর্মটি নিয়ে এসেছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। এই প্লাটফর্মে দেশের প্রযুক্তিদক্ষ যেকোনো নারী বা পুরুষ যুক্ত হতে পারবেন পিছিয়ে থাকা একজন নারীকে প্রশিক্ষিত করার উদ্দেশ্যে।

নতুন ধারণার এই উদ্যোগটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলবে বলে জানা গেছে।

আরএম/