প্রযুক্তি নিরাপত্তা নিয়ে ৫০ শতাংশ ব্যাংক কর্মকর্তা জানে না। যার মধ্যে ২৮ শতাংশের অবস্থা একেবারে তলানিতে আর ২২ শতাংশের কিছু জ্ঞান রয়েছে। এছাড়া সামান্য ধারণা রয়েছে ২০ শতাংশ কর্মকর্তার।
আজ মঙ্গলবার ১৬ মে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’ বিষয়ক কর্মশালায় বিআইবিএমের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটির গভর্নর এস কে সুর চৌধুরী।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ব্যাংকগুলোতে প্রযুক্তি নিরাপত্তা সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ৪ শতাংশের খুবই ভালো ধারণা আছে, ভালো ধারণা আছে ১০ শতাংশের এবং মোটামুটি ধারণা আছে ১৬ শতাংশের।
২১টি ব্যাংকের উপর এই জরিপ চালায় বিআইবিএম। যার মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪ টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৩টি এবং বিদেশি ব্যাংক ৩ টি। বাংলাদেশের ৫৭টি ব্যাংকে প্রায় ২ লাখ কর্মকর্তা রয়েছে।
গ্রাহকদের মধ্যেও একই জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহক সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞ।
প্রতিবেদনের তথ্যমতে, ৯০ শতাংশ ব্যাংক কর্মকর্তা জানিয়েছে, ব্যাংকিং খাতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। ব্যাংকিং খাতের তথ্য নিরাপত্তা বাধায় আরও কিছু কারণ রয়েছে। যারমধ্যে রয়েছে- নতুন প্রযু্ক্তি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞতার অভাব।
বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজির প্রধান নির্বাহী মি. নাজ আহমেদ ও বিআইবিএম’র সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেব দুলাল রায় প্রমুখ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৬ মে ২০১৭