প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়েছে চীনা মহাকাশ স্টেশন

চীনা মহাকাশ স্টেশন ‘টিয়াংগং-ওয়ান’র ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছে চীন ও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম।

সোমবার সকাল সোয়া ছয়টার দিকে, এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল।

গত রবিবার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, সোমবার ভূপৃষ্ঠে আছড়ে পড়বে চীনের জলন্ত মহাকাশ কেন্দ্রের ধ্বংসাবশেষ। তবে, এটি কোথায় পড়বে তা কেউ ধারণা করতে পারেনি।

২০২২ সাল নাগাদ মানুষের বসবাসের উপযোগী একটি মহাকাশ স্টেশন মহাশূন্যে পাঠাতে চায় চীন। যার পূর্ব প্রস্তুতি ছিল এই ‘টিয়াংগং-ওয়ান’। ২০১১ সালে মহাকাশ স্টেশনটি কক্ষপথে প্রবেশ করতে সমর্থ হয়। তবে ২০১৬ সালে চীন জানিয়েছিল, টিয়াংগংয়ের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এটিকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না।

আজকের বাজার/আরজেড