রবীন্দ্র সরোবর থানা এলাকার বিবেকানন্দ পার্কে।বজ্রপাতে এক উঠতি কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুন) দুপুর দেড়টা নাগাদ ক্রিকেট প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে
প্রশিক্ষণের মাঝপথেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময়ে ক্রিকেটাররা একটা চালা ঘরের তলায় আশ্রয় নেওয়ার জন্য দৌড় দেন।
প্রাথমিকভাবে জানা গেছে, সেই সময়তেই বিকট শব্দে করে একটা বজ্রপাত পড়ে। সেই সময় গুরুতর আহত হন দেবব্রত পাল। তাঁকে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন লেক থানার পুলিশ।
আজকের বাজার/আরআইএস