কারিগরি বিভাগের ৬৩০ জন শিক্ষককে সিঙ্গাপুরে প্রশিক্ষণ নিতে পাঠানো হচ্ছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, আগামী জুন মাস থেকে ৪০ জন করে শিক্ষক সিঙ্গাপুরে এ প্রশিক্ষণে জন্য যাবে।
আজ রোববার দুপুরে রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকের চাহিদা রয়েছে। শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদেরও দক্ষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কজেলের অধ্যক্ষ প্রকৌশলী নুর উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকেরবাজার/এইচ/এস