প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষার্থী আটক

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আজ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটককৃতরা হচ্ছে-রেদোয়ান আহম্মদ (২৪) ও বেলাল হোসাইন (২৩)। তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে র‌্যাব।
শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে র‌্যাব-২ এর সদস্যরা শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকাস্থ ঢাকা ওরিয়েন্টাল কলেজের সামনে থেকে দুই শিক্ষার্থীকে আটক করে।