পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। আটককৃতের নাম এহসানুল কবির। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি এলাকার বাবুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালিবাগ বাজার রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান এইচএসসি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রতারণামূলক প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের অন্যতম হোতা এহসানুল কবির।
তিনি বলেন, এহসানুল কবির টাকার বিনিময়ে মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের নিকট ভুয়া প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সংগ্রহ এবং আদান-প্রদান করত।
এএসপি মিজানুর রহমান বলেন, এ ছাড়া সে নিজের হোয়াটস অ্যাপ গ্রুপের ‘পার কোয়েশসন ৩০০ টাকা এইচএসসি’ এবং ফেসবুকে নিজস্ব আইডি ‘কোশসেন ডাটা’ খুলে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাতো।
আরএম/