প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, কেউ কেউ গুজব ছড়াতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছেন। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সকলের প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সারাদেশে পিইসি-সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১৯ নভেম্বর রোববার রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে চলে যাওয়ার একটা মাধ্যম হলো মোবাইল ফোন। কিন্তু এবার কোনো শিক্ষক মুঠোফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। কেউ যদি ভুল করেও নিয়ে আসেন, সেটা প্রধান শিক্ষকের কক্ষে রেখে যেতে হবে। তাই এবার প্রশ্নপত্রের ছবি তোলার সুযোগ নেই।
সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার মান বাড়ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, আগে সরকারি প্রাথমিক স্কুলে শুধু গরিবের সন্তানরা পড়তো। এখন সে চিত্র বদলে গেছে। সব স্তরের মানুষ পড়ছে। সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
পিইসি-সমাপনী পরীক্ষা কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার যতদিন চাবে ততদিন এ পরীক্ষা চলবে।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭