এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে ৫ সদস্য করে দুটি কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ কমিটি গঠন করেন হাইকোর্ট। অধ্যাপক কায়কোবাদ এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
এর আগে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জনস্বার্থে করা চার আইনজীবীর রিটের প্রেক্ষিতে বিচারপতি যোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত আদেশে প্রশ্ন ফাঁসকে মহামারির সঙ্গে তুলনা করে বলেন, এটা ঠেকানো না গেলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। রিটে শিক্ষামন্ত্রণালয়ের সচিবসহ ৮ সচিব, সব ক’টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ২০জনকে বিবাদী করা হয়।
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮