প্রশ্নপত্র ফাঁস : এমসিকিউ থাকছেনা

ছবি : ইন্টারনেট

সাম্প্রতিক বছরগুলোতে দেশে প্রশ্নপত্র ফাঁসের হার বেড়েছে অনেক। তবে এ রেকর্ড ছাড়িয়েছে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো পরীক্ষার প্রশ্নই ফাঁস হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনায় দেওয়া বক্তব্য তিনি একথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। তাহলে প্রশ্ন ফাঁসের সুযোগ থাকবে না। একটি চক্র প্রশ্ন ফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এখন স্বাভাবিক হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণের বাইরে। চরম ব্যর্থতা বলব না। মনে হয় সাহসী সৎ নিষ্ঠাবান লোক সেখানে নেই।

 

তিনি বলেন, শিক্ষা বোর্ড দুর্নীতির আখড়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করতে পারে না। সৎ নিষ্ঠাবান লোক খুঁজে বের করে দায়িত্ব দেওয়া উচিত। কোচিং ব্যবস্থাও দায়ী। এটা চিরতরে বন্ধ করে দেওয়া উচিৎ।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮