এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার একটি বিষয়ের প্রশ্ন পুরোপুরি ফাঁস হওয়ার প্রমাণ মিলেছে। তাই ওই পরীক্ষাটি বাতিলের সুপারিশ করতে যাচ্ছে মূল্যায়ন কমিটি।
রোববার বিকেলে ১১ সদস্য বিশিষ্ট কমিটির চূড়ান্ত সভা রয়েছে। ওই সভা থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
কমিটি কোন বিষয়ের পরীক্ষাটি বাতিল করার সুপারিশ করবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও সেটি বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র হতে পারে বলে জানা গেছে।
পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় সবকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হলেও শুধুমাত্র একটি পরীক্ষা ব্যতীত বাকি সব বিষয়ের প্রশ্ন পরীক্ষা শুরুর অল্পকিছু সময় আগে ফাঁস হয়েছে। পরীক্ষায় এগুলোর প্রভাব তেমন পড়েনি বিধায় ওই পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।
আজকের বাজার : এমআর/আরএম ২৫ফেব্রুয়ারি ২০১৮