এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এ এসপি মিজানুর রহমান বাসসকে জানান, রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনায় পৃথক অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান