এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে স্কুলছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আফছার সবুজ (২০) এবং মোহাম্মদ ইমরান (১৮)।
রোববার গভীর রাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭ এর উপ অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইসিটি বিষয়ের পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের জব্দকৃত মোবাইল ফোনে প্রশ্ন ফাঁসের আলামত পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮