প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবি’র ঘ-ইউনিটের ফল প্রকাশ ‘স্থগিত’

প্রশ্নফাঁস নিয়ে সমালোচনার মুখে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের ভর্তিতে ঘ-ইউনিটের ফল প্রকাশ স্থগিত করেছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ‘২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল ১৬ অক্টোবর দুপুর ১টায় প্রকাশ করা হবে।’

পরে দুপুরে পাঠানো অপর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপাচার্য দপ্তরের অ্যাসাইনমেন্ট অফিসার কর্তৃক আজ সকালে ভুল প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছিল। উপাচার্য মহোদয়ের আদেশক্রমে ওই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম (আগামীকাল ফল প্রকাশ বিষয়ে) স্থগিত করা হলো।’

ভুলের জন্য ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে জানানো হবে।’

প্রসঙ্গত, সামজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা শুরু হওয়ার ৪৩ মিনিট আগে এক পরীক্ষার্থীর কাছে প্রশ্ন আসার খবর গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনায় পড়ে ঢাবি কর্তৃপক্ষ।

তারা প্রশ্নফাঁসের কথা অস্বীকার করলেও অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

অপরদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকের বাজার/এমএইচ