চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে খুলনা থেকে ৯ জনকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সবগুলো বিষয়েরই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর এই অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তবে কোনো পদক্ষেপই প্রশ্নপত্র ফাঁস বন্ধ না হওয়ায় গেল বৃহস্পতিবার এ বিষয়ে প্রশাসনিক ও বিচার বিভাগীয় দুটি কমিটি গঠন করেন হাইকোর্ট।
আদেশের কপি হাতে পাওয়ার সাত দিনের মধ্যে কাজ শুরু করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে দুই কমিটিকে নির্দেশ দেয়া হয়।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮