চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় হাইকোর্টে জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার নর্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত
বৃহস্পতিবার এ আদেশ দেয় হাইকোর্ট।
এর আগে এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। সবগুলো বিষয়ের প্রশ্নফাসেঁর অভিযোগ উঠায় জনস্বার্থে এ রিট করা হয়েছে বলে জানান আইনজীবীরা।
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮