বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
প্রশ্নফাঁস : সব পরীক্ষা নিয়ে কাজ করবে তদন্ত কমিটি
প্রকাশিত - ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:৫৬ এএম
চলমান মাধ্যমিক স্কুল সর্টিফিকেট (এএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত হাইকোর্টের দু'টি তদন্ত কমিটি শুধু এএসসি পরীক্ষা নয়, বরং সকল পাবলিক পরীক্ষা নিয়েই কাজ করবে।
আর সকল পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সর্বাত্মক চেষ্টা করবে তদন্ত কমিটির সদস্যা। এ জন্য সব বিশেষজ্ঞের মতামত ও পরামর্শও নেবেন তারা।
তদন্ত কমিটির সদস্যরা বলছেন, এ সমস্যার স্থায়ী সমাধান নিয়েই কাজ করবেন তারা।
চলমান এসএসসি পরীক্ষায় অব্যাহতভাবে প্রশ্নফাঁসের পরিপ্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন কয়েকজন আইনজীবী। আবেদন গ্রহণ করে হাইকোর্ট দু'টি কমিটি গঠন করে দিয়েছে। এর মধ্যে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি এ অপরাধের বিষয়টি তদন্ত করবে এবং প্রশাসনিক কমিটি প্রশ্নফাঁস প্রতিরোধ এবং সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করবে।
কমিটি দু'টির প্রতিবেদন সন্তোষজনক মনে না হলে, আবারও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.