প্রশ্ন ফাঁস নিয়ে যৌথ সভায় তিন মন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত ১১টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সারাদেশে শুরু হয়েছে তোলপাড়। এতে বিব্রত অবস্থায় পড়েছে সরকার। ইতালি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রশ্ন ফাঁস নিয়ে।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার এর উপস্থিতিতে যৌথ জরুরি সভা।

বৈঠক চলাকালে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, প্রশ্ন প্রস্তুতের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। তা সারাদেশে পৌঁছানোর কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। আর সম্প্রতি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে তা সবচেয়ে বেশি দ্রুত ছড়িয়েছে অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ও এ বৈঠকে আছে।

আরএম/