প্রসপেক্টাস জমা দিলো মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ

স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ আজ ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে ডিএসই এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রথম কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রসপেক্টাস জমা দেয়৷ প্রসপেক্টাস গ্রহণ করেন এসএমই ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ ফয়সাল আবদুল্লাহ৷ এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি, শেয়ারহোল্ডার ও মিনহাজ মান্নান ইমন এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ, (ইনচার্জ) সিটিও মোঃ জিয়াউল করিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ এ মামুন, এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান ও পরিচালক ও সিওও মোহাম্মদ ফেরদৌস মজিদ৷ ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, পন্যের বৈচিএতা আনয়নে আজ থেকে পুঁজিবাজারে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো৷

তিনি আশা প্রকাশ করেন, এসএমই খাতের প্রথম কোম্পানি হিসেবে মূলধন উত্তোলন করে মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ ব্যবসার প্রসার ঘটিয়ে বিনিয়োগকারীদের লাভবান করবেন এবং দেশের অথনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন৷ ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে লিস্টেট হওয়ার প্রারম্ভিক এই প্রক্রিয়ায় শুরু হওয়াটা গর্বের দিন। এই পথ ধরেই অনেকগুলো কোম্পানি লিষ্টেড হবে আশা ব্যক্ত করে তিনি বলেন, মূলতঃ মেইন বোর্ডে যাওয়ার আগে ছোট ছোট কোম্পানি স্বল্প মূলধনী যেসব কোম্পানি আছে তাদেরকে সহজ উপায়ে লিস্ট করার একটা প্রক্রিয়া হচ্ছে এই এসএমই বোর্ড এবং এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাদ দিয়ে মাঝারি বা বড় বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়ার অর্থই হচ্ছে অনেকগুলো কোম্পানিকে এখানে সুযোগ দেয়া। ভাল কোম্পানি না আসলে দীর্ঘমেয়াদে বাজার ভাল হবে না। এই প্লাটফর্মের মাধ্যমে যদি ভাল ফান্ডার্মেটাল বেজড কোম্পানির অন্তর্ভূক্ত হয়, তবে তা বাজারের জন্য সুফল বয়ে আনবে। বোর্ড সর্বাত্তক সহায়তা করবে।