বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনকল্যাণমুখী ও ব্যবসা সহায়ক হিসেবে আখ্যায়িত করেছে।
শনিবার রাজধানীতে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘এমন জনকল্যাণমুখী ও ব্যবসা-সহায়ক বাজেট ঘোষণা করার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী মুস্তফা কামালকে ধন্যবাদ জানাই।’
সেই সাথে তিনি প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তাকে স্বাগত জানান।
‘বাজেটে আমরা ইতিবাচক বিষয় দেখতে পাচ্ছি,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে ব্যাংকিং খাতে এর প্রভাব পড়বে।
নতুন মূসক আইন কার্যকর করার সময় ব্যবসায়ীদের হয়রানি না করতে তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
আজকের বাজার/এমএইচ