আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম ঘোষিত বাজেট ‘জনগণের নয়’ মন্তব্য করে গণফোরাম বলেছে, বর্তমান বাজেটটি আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখান করছি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন।
তিনি জানান, এটি একটি অদূরদর্শী ও দূর্বলভাবে প্রণীত বাজেট। এ বাজেটে দেশের সমস্যা মোকাবেলার কোনো চেষ্টার প্রতিফলন হয়নি। দেশকে যারা লুটছে ও অবৈধভাবে সম্পদ অর্জন করছে তাদের সুবিধার জন্যই এ বাজেট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. কামাল জানান, জনগণকে সাথে নিয়ে সরকার পতনের কর্মসূচি দিবে গণফোরাম। আর যদি সরকার এ বাজেট পাশ করে তবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আজকের বাজার/এমএইচ