প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বার্মিংহামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ৩টায়।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ইংল্যান্ডে পা রাখার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছে টাইগাররা। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতার পাশাপাশি শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় (দেশের বাইরে নিউজিল্যা্েডর বিপক্ষে প্রথম জয়) পেয়েছে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন একেবারে ভিন্ন বলে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিকে বড় করে দেখছেন টাইগার অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ স্কোয়াড : ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

পাকিস্তান স্কোয়াড : আহমেদ শেহজাদ, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস সোহেইল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৭ মে ২০১৭