প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।
গতরাতে প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। বৃষ্টির কারনে নির্ধারিত ৪৯ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের আটজন বোলার বোলিং করেছেন। স্পিনার ওয়াসি সিদ্দিক ২টি, ইকবাল হোসেন-মারুফ মৃধা-রিজওয়ান ও রাফি উজ্জামান রাফি ১টি করে উইকেট নেন।
বৃষ্টি আইনে ৩৬ দশমিক ২ ওভারে ২৩২ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১১৯ রান করে ম্যাচ হারে তারা। বাংলাদেশের পক্ষে জিশান আলম ২৬, আদিল বিন সিদ্দিক ১৫ ও মোহাম্মদ শিহাব জেমস ১২রান করেন।

আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক  চ্যাম্পিয়ন বাংলাদেশ। (বাসস/ওয়েবসাইট)