২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দল। এর পরিবর্তে এ দুই দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্টিভেন স্মিথের দল। ১৯ আগস্ট শনিবার সন্ধ্যায় বিসিবিকে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
দীর্ঘ জলাবদ্ধতার কারণে পুরোপুরি প্রস্তুত নয় ফতুল্লা স্টেডিয়াম। এদিকে দূরত্বের কারণে বিকল্প ভেন্যু বিকেএসপিতে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া দল। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সম্ভাব্য আরেকটি ভেন্যু ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠেও না খেলার সিদ্ধান্ত হয়েছে।
এ সিদ্ধান্ত নেয়ার আগে শেষ চেষ্টা হিসেবে অস্ট্রেলিয়া দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবিকে। কিন্তু টেস্ট ভেন্যুতে টেস্টের মাত্র চার-পাঁচ দিন আগে সেটি সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিসিবি।
আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭