গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
জানা গেছে, নির্বাচনের সব সরঞ্জাম আজই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। নগরীর বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বারো হাজার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া রয়েছে ২৯ প্লাটুন বিজিবি'র টহল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি।
আরজেড/