রাত পোহালেই পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল)। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদ্বোধন হবে বিপিএলের বিশেষ আসরের।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এই বিশেষ সংস্করণের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠান শুরু হবে ৫টায়। সাধারণ দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায় আর গেট বন্ধ হবে সাড়ে ৫টায়।
বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর সন্ধ্যা ছয়টায় মঞ্চে উঠবেন জেমস আর সাড়ে ছয়টায় মঞ্চে উঠবেন মমতাজ। সাড়ে ছয়টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরই মঞ্চ মাতাবেন সনু নিগম, ক্যাটরিনা কাইফ ও সালমান খান।
অনুষ্ঠানের সময়সূচী জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘বিকাল পাঁচটায় বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু করব। সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশের জেমস সঙ্গীত পরিবেশন করবেন। সাড়ে ছয়টায় আসবেন মমতাজ আপা। সাতটার সময় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন। সোয়া সাতটায় সঙ্গীত পরিবেশন করবেন সনু নিগম। সাড়ে আটটার সময় ক্যাটরিনা কাইফ, তারপর সালমান খান।
আজকের বাজার/আরিফ