প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রæপ ইন্স্যুরেন্সের বীমাগ্রাহক আম্বার বোর্ড মিলস্ লিমিটেডের কর্মকর্তা সুমন কুমার নাথ এর মরণোত্তর বীমাদাবীর ২১,২১,৬০০/- ( একুশ লক্ষ একুশ হাজার ছয়শত) টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান আম্বার গ্রæপের প্রধান কার্যালয়, বনানী ঢাকায় অদ্য ৩০ ডিসেম্বর, ২০২০ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন বিভাগ) মোঃ আনিছুর রহমান মিয়া, জেইভিপি ও ইনচার্জ এ্যাকচুরিয়াল ও গ্রæপ ইন্স্যুরেন্স বিভাগ মোঃ শহিদুর রহমান, জেভিপি (গ্রæপ ইন্স্যুরেন্স) মোঃ সাদিকুর রহমান এবং আম্বার গ্রæপের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আম্বার গ্রæপ আবু হাসান মাহমুদ, পরিচালক মানব সম্পদ ও প্রশাসন আম্বার গ্রæপ মোহিনী মোহন চক্রবর্তী, পরিচালক অপারেশনস্ আম্বার বোর্ড মিলস্ লিঃ এ. বি এম সাইফুল হক, পরিচালক, সেল্স এন্ড মার্কেটিং, রূপগঞ্জ কমপ্লেক্স মোঃ আক্তারুজ্জামান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আম্বার গ্রæপ মোহাম্মদ আরিছুর রহমান, মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, আম্বার সুপার পেপার লিঃ মোহাম্মদ ইমরান হোসেন, উপ-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, আম্বার গ্রæপ কামরুন্নাহার কুহেলী, উর্দ্ধতন কর্মকর্তা, মানব সম্পদ ও প্রশাসন, আম্বার গ্রæপ মোঃ শামসুর রহমান, সহকারী কর্মকর্তা মানব সম্পদ ও প্রশাসন, আম্বার গ্রæপ শফিকুল ইসলাম, সহকারী কর্মকর্তা, মানব সম্পদ ও প্রশাসন, আম্বার গ্রæপ জাহিদ হাসান দুলাল প্রমুখ।