সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন-২০১৯’ পর্যটন হলিডে কমপ্লেক্স, কুয়াকাটা, পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ কনসালটেন্ট রহিম উদ্-দৌল্লা চৌধুরী। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ সহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে উর্ধ্বতন নির্বাহীগণের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, ডিএমডি ও কোম্পানি সচিব এম. নূরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, এএমডি (উন্নয়ন) মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা, মুহাম্মদ সলিম উল্লাহ্, এসইভিপি (পিআরটি) মোহাম্মদ হুমায়ুন কবির, মীর ফেরদৌস আহমেদ, মোহাম্মদ মোস্তফা জামাল, শাহাদত হোছাইন ছিদ্দিকী সহ বিভিন্ন জোন থেকে আগত ২০১৯ সনের ১ম বর্ষ প্রিমিয়াম অর্জনে ১ম স্থান অধিকারীগণ। সম্মেলনে সারাদেশ হতে আগত প্রায় আটশত কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এএমডি এন্ড উন্নয়ন প্রশাসন ইনচার্জ মোঃ আনিছুর রহমান মিয়া ও এসইভিপি এন্ড প্রশাসন ইনচার্জ কাজী আবুল মনজুর।