প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমাগ্রাহক মরহুম মাষ্টার শাফি হোসেন চিশতী (ইউশা) এর মরণোত্তর বীমাদাবির ৪,৪০,২৮০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত আশি) টাকার চেক উক্ত বীমার মনোনীতক তথা বীমাগ্রাহকের পিতা লায়ন সাজ্জাদ হোসেন চিশতী (দৈনিক অবজারভার পত্রিকার হেড অব মার্কেটিং) এর নিকট হস্তান্তর করা হয়।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী, ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) মোঃ আনিছুর রহমান মিয়া, এসইভিপি ও ইনচার্জ (প্রশাসন) কাজী আবুল মনজুর, এসইভিপি ও ইনচার্জ মীর ফেরদৌস আহাম্মেদ (ঢাকা কর্পোরেট জোন-৪), জেএসভিপি ও ইনচার্জ (পলিসি ও দাবী) মুহাঃ আলমগীর হোসেন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেইলী সান পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ (এডভারটাইজিং এন্ড কমিউনিকেশন) মোঃ আবুল হাসিম, দৈনিক আমাদের সময় পত্রিকার এ্যাসিসটেন্ট ম্যানেজার (সেলস্ এবং মার্কেটিং) আহসান হাবিব সুমন, দৈনিক ভোরের পাতা পত্রিকার (সাব-এডিটর) রাসেল হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার (হেড অব মার্কেটিং) লিনু মোঃ জিয়াউল হক, দৈনিক নব চেতনা পত্রিকার ডিজিএম (হেড অব মার্কেটিং) মোঃ মশিউর রহমান খান, দৈনিক জবাবদিহি পত্রিকার (ডিপুটি ম্যানেজার) তানভির হোসেন মিয়া এবং সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) শেখ মোঃ মাহমুদুর রহমান।