প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ৬১তম সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আখতার, ভাইস-চেয়ারম্যান মোঃ ফজলুল করিম, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল কুদ্দুস, শরীয়াহ কাউন্সিলের সদস্য মুফতি ছাঈদ আহ্মাদ মুজাদ্দেদী, প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, মাওলানা রুহুল আমীন খাঁন, শায়খ এ কিউ এম আবদুল হাকীম মাদানী, প্রফেসর এ কে এম শামসুল আলম, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর এম মুজাহিদুল ইসলাম , রহিম উদ্-দ্দৌল্লা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা (আবেদিত) মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন আহমেদ এবং এসইভিপি ও প্রশাসন ইনচার্জ কাজী আবুল মনজুর। কোম্পানির বার্ষিক হিসাব বিবরণী, ভ্যালুয়েশন রিপোর্ট, ডিভিডেন্ড ও বোনাস প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও শরীয়াহ নির্দেশনা প্রদান করা হয়। শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব মির্জা ওয়ালি উল্লাহ সভার কার্যক্রম পরিচালনা করেন।