প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপবীমার বীমা গ্রাহক বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের আওতাধীন মিল্স/ফ্যাক্টরি সমূহের সদস্যের গ্রুপবীমার ১৬জন শ্রমিকের মৃত্যুজনিত বীমাদাবির সর্বমোট ৩২,০০,০০০/- (বত্রিশ লক্ষ) টাকার চেক বিটিএমএ এর প্রধান কার্যালয়, পান্থপথ ঢাকা অফিসে সম্প্রতি হস্তান্তর করা হয়।
উক্ত মৃত্যুদাবী অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, সেক্রেটারী জেনারেল ফিরোজ আহমেদ, সেক্রেটারী মনসুর আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারী জিয়াউল হাসান চৌধুরী এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপবীমা বিভাগের ইনচার্জ মোঃ শহিদুর রহমান, গ্রুপবীমা বিভাগের জেইভিপি মোহাম্মদ শাহ্ আলম কিরণ ও জেভিপি মোঃ সাদিকুর রহমান এবং বিটিএমএ আওতাধীন বিভিন্ন মিল্স/ফ্যাক্টরি সমূহের প্রতিনিধিগণ।