প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও এপেক্স ফুডসের শেয়ার দর বাড়ার কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং এপেক্স ফুডসের শেয়ার দর বাড়ার কারণ নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটি। তারা বলছে, কোনো কারণ ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

কোম্পানি ২টির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ কার্যদিবসে প্রাইম ইসলামী লাইফের শেয়ার দর ১১ টাকা ৭০  পয়সা বা ২৬ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ১১ কার্যদিবসে ৪৪ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আরএম/