সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে প্রাইম ব্যাংক লিমিটেডের হাসানাহ্ প্লাটিনাম ক্রেডিট কার্ড ধারিদের গ্রুপবীমা চুক্তি সংক্রান্ত এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের এসইভিপি ও প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী আবুল মনজুর এবং প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অব কনজুমার ব্যাংকিং আ ন ম মাহফুজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের এ্যাকচুরিয়াল ও গ্রুপ বীমা বিভাগের ইনচার্জ শহিদুর রহমান, গ্রুপবীমা বিভাগের জেইভিপি শাহ্ আলম কিরণ ও জেভিপি সাদিকুর রহমান এবং প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, কার্ড ডিভিশন ফরিদ আহমেদ, হেড অব কনজুমার প্রোডাক্ট আহম্মেদ মাসুদুল গণি, প্রোডাক্ট ম্যানেজার, কার্ড ডিভিশন মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।