সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর গ্রুপবীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তির মাধ্যমে বিটিএমএ-এর আওতাধীন সকল মিল সমূহের শ্রমিক/কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জীবন বীমা সুবিধার আওতায় আসবেন। চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এ্যাকচুরিয়াল ও গ্রুপবীমা বীমা বিভাগের ইনচার্জ মোঃ শহিদুর রহমান, গ্রুপবীমা বিভাগের জেইভিপি মোহাম্মদ শাহ্ আলম কিরণ ও জেভিপি মোঃ সাদিকুর রহমান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সেক্রেটারী জেনারেল ফিরোজ আহমেদ, সেক্রেটারী মনসুর আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারী জিয়াউল হাসান চৌধুরী প্রমুখ।