প্রাইম ব্যাংকের ক্রেডিট রেটিং ‘এএ২’

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড ক্রেডিট রেটিং-এ ‘এএ২’পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ‘এএ২’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-২’ পেয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রাইম ব্যাংক লিমিটেডের এ মান নির্ধারণ করেছে সিআরএবি।

আজকের বাজার:এএন/এলকে/ ২২ জুন ২০১৭