বেসরকারি প্রাইম ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হয়েছেন রাহেল আহমেদ। গত ১৪ ডিসেম্বও থেকে তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এটি কার্যকর হয়েছে। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক এবং হোলসেল ব্যাংকিং-এর অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার রাহেল আহমেদ এক দশকেরও বেশি সময় এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুবাই’য়ে সাত বছর দুটি বৃহত্তম রিজিওনাল ব্যাংক এমিরেটস এনবিডি ব্যাংকিং গ্রুপ এবং ফার্স্ট গালফ ব্যাংক এর ইসলামী ব্যাংকিং সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন। বিগত প্রায় তিন বছর তিনি প্রাইম ব্যাংকের বিজনেস মডেল পুনর্গঠনে ও সেন্ট্রালাইজেশনে মূখ্য ভূমিকা পালন করেন।
রাহেল আহমেদ নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেস এর উপর এমবিএ ডিগ্রী লাভ করেন।এছাড়াও তিনি বিশ্বখ্যাত যুক্তরাজ্যভিত্তিক ওমেগা প্রদত্ত “ক্রেডিট প্রফেশনাল” এবং স্ট্যান্ডার্ড চাটার্ড গ্র“প ও আইসিসি প্রদত্ত ইন্টারন্যাশনাল ট্রেড স্কীল এসেসমেন্ট প্রোগামের সনদপ্রাপ্ত। বিভিন্ন কাজে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ “স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক” এবং “ফার্স্ট গালফ ব্যাংক” তাঁকে পুরস্কৃত করেন। পেশাগত জীবনে বিগত ২ বছর ব্যাংকিং সংশ্লিস্ট বিষয়ের উপর দেশে ও বিদেশে বহু প্রশিক্ষণ গ্রহণ এবং বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
আজকের বাজার: আরআর/ ১৫ ডিসেম্বর ২০১৭