প্রাইম ব্যাংকের নেতৃত্বে হাশেম রাইস মিলস প্রকল্পে সিন্ডিকেটেড ঋণ

প্রাইম ব্যাংক লিমিটেডের নেতৃত্বে সজীব গ্রুপের অধীন “‌হাশেম রাইস মিলস লি:” এর অনুকূলে ১.৪৪ বিলিয়ন টাকার একটি সিন্ডিকেটেড ঋণ চুক্তি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্বাক্ষরিত হয়।

প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং সাবিনকো এই প্রকল্পে অর্থায়ন করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হালিম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারুক মঈনউদ্দীন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান, ব্যাংক এশিয়ার এসইভিপি শাফিউজ্জামান, সাবিনকো’র উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ এহসানুল করিম এবং হাশেম রাইস মিলস লি. এর চেয়ারম্যান মো. আবুল হাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে হাশেম রাইস মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাশেম, সজীব গ্রুপের সিএফও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আজকেরবাজার/এস