প্রাইম ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক সম্মেলন-২০১৯, গত শনিবার (১৬ ফেব্রুয়ারী) রাজধানীর স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান-মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ইমরান খান, নির্বাহী কমিটির চেয়াম্যান মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি.এম. খুরশীদ আলম, পরিচালক – মো: শাহাদাত হোসেন ও ওয়াহিদ মুরাদ জামিল এবং স্বতন্ত্র পরিচালক-এম ফরহাদ হোসেন এফসিএ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ-মোঃ গোলাম রব্বানী, সৈয়দ ফরিদুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এবং কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ সহ শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।