প্রাইম ব্যাংকের রিলেশনশীপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন

প্রাইম ব্যাংক ২০১৮ সালে এক্সিলেন্ট কো-অপারেশন এর স্বীকৃতিস্বরূপ সম্প্রতি স্পেনের লা- কাইশা ব্যাংক থেকে “রিলেশনশীপ অ্যাওয়ার্ড ২০১৮” অর্জন করেছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পদকটি প্রদান করেন স্পেনের লা-কাইশা ব্যাংকের হেড অব এশিয়া, জিসিসি এন্ড প্যাসিফিক ফর এফ আই এনজেল গিল গুয়েটেরেজ। প্রাইম ব্যাংকের পক্ষে ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসানুল জাহেদ পদকটি গ্রহণ করেন।