প্রাইম ব্যাংক সম্প্রতি ঢাকায় তার “মোনার্ক” গ্রাহকদের জন্য ক্যান্সার সমস্যা, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাজমুস আহমেদ আলবাব এবং ইউনাইটেড হাসপাতালের ওনকোলজি-রেডিয়েশন’এর কনসালটেন্ট ডা: সৌমেন বসু ক্যান্সার সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ দেন। এসময় প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং সেগমেন্টস হেড শায়লা আবেদীন উপস্থিত ছিলেন।