বেসরকারি প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস মোনার্ক-এর ৪র্থ সেন্টার রাজধানীর উত্তরায় উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী উত্তরা সিয়াম টাওয়ারে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের কোম্পানি সচিব ও মার্কেটিং ডিভিশনের প্রধান এসইভিপি মোহাম্মদ এহসান হাবীব, ব্রাঞ্চেস নেটওয়ার্ক ডিভিশনের প্রধান এসইভিপি মো: এজাজ হোসেন, কনজিউমার ব্যাংকিং ডিভিশনের প্রধান ইভিপি মো: জুবায়ের এরশাদ এবং সেগমেন্টস হেড এসভিপি শায়লা আবেদিনসহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭