প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশন-এর উদ্যোগে সম্প্রতি রাজশাহীতে 'মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান এ. কে. এম. ফজলুর রহমান এবং সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হাবিবুর রহমান। এসময় ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ আফজাল হেসেন, রাজশাহী ও খুলনা অঞ্চলের প্রধান এ. কে. এম. এনামূল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাইম ব্যাংকের রাজশাহী বিভাগের ৮টি শাখার কর্মকর্তাবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।