প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশন-এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম শহরের স্থানীয় একটি হোটেলে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান এস. এম. রবিউল হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হাবিবুর রহমান। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ প্রধান মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোঃ আনোয়ারুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ আফজাল হেসেন এবং এসএভিপি কাজী শফিউল আজম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২২টি শাখার ম্যানেজার ও ম্যানেজার অপারেশন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
আজকের বাজার/এমএইচ