অত্যাধুনিক ব্যাংকিং সেবা সবার দোরগোড়ায় নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পৌঁছে গেল ঢাকার খিলক্ষেত, যাত্রাবাড়ীর দনিয়া ও আশুলিয়ার কাঠগড়া বাজারে।
এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকরা কোন প্রারম্ভিক জমা ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারছেন। নগদ জমা, নগদ উত্তোলন, ইউটিলিটি বিল প্রদান, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, দ্রুত টাকা ট্রান্সফার, চেকবই ও ডেবিট কার্ড গ্রহণ সহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে।
এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রাইম ব্যাংক এর দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪৬টি শাখা নিয়ে সমৃদ্ধ নেটওয়ার্ক গ্রামীণ ও উপশহর এলাকায় আরও সম্প্রসারিত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের নিকট অত্যাধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এ দেশের সেরা হতে চায় প্রাইম ব্যাংক। দ্রুত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকিং সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্রাইম ব্যাংক।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে এসে তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। এর ফলে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে, নতুন কর্মসংস্থান বাড়ছে, যেখানে পরিপূর্ণ শাখা স্থাপন অর্থনৈতকভাবে কার্যকর নয়, সেসব এলাকার অর্থনীতি আরও সচল হচ্ছে।
৩০ ডিসেম্বর, ২০২০ প্রাইম ব্যাংক এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রাহমান ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে ঢাকার খিলক্ষেত, যাত্রাবাড়ীর দনিয়া ও আশুলিয়ার কাঠগড়া বাজারে এক সাথে তিনটি আউটলেটের কার্যক্রম শুরুর ঘোষণা করেন।
এছাড়া হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ ও হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স নাজমুল করিম চৌধুরী খিলক্ষেত এজেন্ট ব্যাংকিং আউটলেটটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো: আমজাদ হোসেন যাত্রাবাড়ীর দনিয়া আউটলেট এবং হেড অব কার্ড এন্ড এডিসি বিজনেস মাসুদুল হক ভূঁইয়া আশুলিয়ার কাঠগড়া বাজার আউটলেটটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।