প্রাইম ব্যাংক সম্প্রতি এসিআই মটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এসিআই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারী এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার ফায়সাল রহমান এবং এসিআই মটরস-এর নির্বাহী পরিচালক (অর্থ ও পরিকল্পনা) প্রদীপ কর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক ও এসিআই মটরস যৌথভাবে মোটরসাইকেল ফাইন্যান্সিং এ ক্রেতাদের বিশেষ সেবা ও সুবিধা প্রদান করবে।