প্রাইম ব্যাংক সম্প্রতি কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার সামিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক ও কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে মোটরসাইকেল ফাইন্যান্সিং ও কার লোন এ ক্রেতাদের বিশেষ সেবা ও সুবিধা প্রদান করবে।