প্রাইম ব্যাংক ও জেম জুট লিঃ এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং এর টিম হেড শাহবাজ তালাত, ট্রানজেকশন ব্যাংকিং এর টিম হেড মাহবুবা আশরাফ ও ক্যাশ ম্যানেজমেন্ট এর প্রধান মোহাম্মদ ফারহান আদেল এবং জেম জুট লিঃ এর সিএফও মো: জাকির আহমেদ জাকির ও হেড অফ ফাইন্যান্স এন্ড একাউন্টস ফিরোজ আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের বিইএফটিএন (BEFTN) এর মাধ্যমে জেম জুট লি: তার “পেমেন্ট সল্যুশন” সুবিধা নিশ্চিত করতে পারবে।