প্রাইম ব্যাংক সম্প্রতি ন্যাশনাল পলিমার গ্রুপ-এর সঙ্গে "প্রাইম পেরোল" চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ-এর উপস্থিতিতে ব্যাংকের কনজ্যুমার সেলস এন্ড কালেকশন বিভাগের প্রধান মামুর আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্র“পের ডিজিএম মোহাম্মদ মনজুর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ, সিএনআইবি’র টিম হেড আসিফ বিন ইদ্রিসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ন্যাশনাল পলিমার গ্রুপ-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।